ড. কামাল হোসেনের আজকের সংবাদ সম্মেলন স্থগিত
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। দলটির নেতা লতিফুল বারী হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনটি আজ শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে হওয়ার কথা ছিল।
লতিফুল বারী হামিম বলেছেন, ‘১৬ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরর্বতীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্থান, সময় ও তারিখ জানানো হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গণফোরামের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
Posted in: জাতীয়