বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, December 26, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » নজরদারির পর ফ্রান্সে ৯টি মসজিদ বন্ধ ঘোষণা

নজরদারির পর ফ্রান্সে ৯টি মসজিদ বন্ধ ঘোষণা 

185826_bangladesh_pratidin_france

গভীর নজরদারির পর গত কয়েক সপ্তাহে প্যারিসের একাধিক মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার এক টুইট বার্তায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান এ খবর জানান। খবর টিআরটির।

জানা গেছে, বিশেষ নজরদারিতে থাকা ফ্রান্সের ১৮টি মসজিদের ৯টি মসজিদ ও ইবাদতের স্থান গত কয়েক সপ্তাহে বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ দাবি করছে, ৯টি মসজিদ নিরাপত্তাজনিত শর্তাবলি পূরণ না করায় বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইসলামী বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

উল্লেখ্য, এর আগে গত ২ ডিসেম্বর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের ৭৬টি মসজিদের ওপর নজরদারির খবর জানায়। এরপরই আজ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ৯টি মসিজদ বন্ধের বিষয়টি সামনে এনেছে। যা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone