উইন্ডিজের বিপক্ষে তিন নতুন মুখ, ফেরার অপেক্ষায় সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ২৪ সদস্যের প্রাথমিক দলটিকে ১৮ জনে নামিয়ে আনা হয়েছে।
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অফ স্পিনার মেহেদি হাসান, পেস বোলার হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।
অন্যদিকে, সিরিজ দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রহর গুণছেন সাকিব আল হাসান।
গত মার্চে তামিম ইকবাল এই ফরম্যাটে নেতৃত্ব পেয়েছেন। কিন্তু করোনার কারণে এরপর আর মাঠেই নামা হয়নি বাংলাদেশ দলের। তামিম তাই নতুন অধ্যায় শুরুর অপেক্ষায়।
আর এই সিরিজ দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রহর গুনছেন সাকিব আল হাসান। দেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি ২০১৯ সালের জুলাইয়ে। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ ছিল সেটি।