ব্রেকআপের আগে নিজেকে যে প্রশ্ন
ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিনের প্রেমের সম্পর্কও কখনও কখনও ভেঙে যায় মুহূর্তের সিদ্ধান্তে। মাঝে মাঝে অতি তুচ্ছ কারণেও ভেঙে যায় সম্পর্ক। সম্পর্ক ভাঙার পরে অনেকেই অনুতপ্ত হয় কিংবা সম্পর্ক ঠিক করে ফেলে। কিন্তু রাগের মাথায় ব্রেকআপ করার আগে নিজেকে কিছু প্রশ্ন করা উচিত। আসুন জেনে নেয়া এমন কিছু প্রশ্ন সম্পর্কে যেগুলো ব্রেকআপ করার আগে নিজেকে করা উচিত।
ব্রেকআপ-এর কারণটা যথাযথ কি না
অনেক সময় নিজের কাছের বন্ধু অথবা আত্মীয়স্বজন মিথ্যা গুজব ছড়ায় সম্পর্ক ভাঙার জন্য। অন্যের কথায় পুরোপুরি বিশ্বাস করে সম্পর্ক ভেঙ্গেও ফেলে কেউ কেউ। কিন্তু কারো কথায় হুট করে সম্পর্ক না ভেঙে আগে সত্য-মিথ্যা যাচাই করে নিন।
প্রেমিক/প্রেমিকার দোষ আসলে কতটুকু
ব্রেকআপ করার মত পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায় তাহলে আপনি যাচাই করে দেখুন যে আপনার প্রেমিক/প্রেমিকার কতটুকু দোষ আছে। আর ব্রেকআপ করার মত কোন ঘটনা যদি তারা ঘটিয়ে থাকে তাহলে সেটা কেন ঘটেছে সেটা একটু বিবেচনা করে দেখুন। ভুলটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত তা আরেকটু যাচাই করে নিন।
আপনার নিজের দোষ আছে কি না
অনেক সময় আমরা নিজের দোষেই সম্পর্কটাকে ব্রেকআপের পথে নিয়ে যাই। কিন্তু মানুষের স্বভাব হলো নিজের দোষ কারোই চোখে পড়ে না। তাই নিজের দোষ ঢাকতে আমরা মনের অজান্তেই প্রেমিক/প্রেমিকার দোষ খুঁজতে থাকি।
যথেষ্ট সময় নিয়েছেন তো
অনেকেই সম্পর্ক ভাঙ্গার ক্ষেত্রে খুব তাড়াহুড়া করে। হুট করে ঝোঁকের মাথায় ব্রেকআপের সিদ্ধান্ত নিয়ে ফেলে অনেক প্রেমিক/প্রেমিকাই। কিন্তু দীর্ঘদিনের বিশ্বাসের একটি সম্পর্ক রাগের মাথায় ভেঙ্গে ফেলা অনেক সময় বড় রকমের ভুল হয়ে দাঁড়ায়। তাই ব্রেকআপ করার আগে নিজেকে আরেকবার প্রশ্ন করে নিন যে আপনি সম্পর্ক ভাঙার ব্যাপারে চিন্তা করতে যথেষ্ট সময় নিয়েছেন কিনা ।