সুইডেনের ডাকটিকিটে গ্রেটা থানবার্গ
সুইডেনের ডাকটিকিটে আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের ছবি ব্যবহার করা হয়েছে। ‘ভবিষ্যতের প্রজন্মের জন্য সুইডেনের অনন্য প্রকৃতি রক্ষার’ বিষয়ে তার কাজের স্বীকৃতি স্বরূপ এই ডাকটিকিট প্রকাশ করা হয়। খবর গার্ডিয়ানের।
১৮ বছর বয়সী থানবার্গ ইতোমধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনের জন্য বিশ্বে পরিচিতি পেয়েছেন। প্রকাশিত ডাকটিকিটের ছবিতে দেখা গেছে, থানবার্গ হলুদ রংয়ের রেইনকোর্ট পরে একটি পাথরের চূড়ায় দাঁড়িয়ে রয়েছেন। তার চারপাশে দ্রুত গতির পাখি উড়ছে। থানবার্গ সেটি হাত উঁচিয়ে উপভোগ করছেন।
থানবার্গের ছবি সম্বলিত এই ডাকটিকিট গত বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হয়েছে। এ নিয়ে সুইডিশ ডাকবিভাগের প্রধান ক্রিস্টিনা ওলফডটার বলেন, আমরা আশা করছি গ্রেটার ছবি প্রকাশের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। কয়েক মিলিয়ন স্ট্যাম্পের অনেকগুলোতেই রয়েছেন গ্রেটা।