বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রাত ১১টায় শপথ নেবেন বাইডেন, নজিরবিহীন নিরাপত্তা

রাত ১১টায় শপথ নেবেন বাইডেন, নজিরবিহীন নিরাপত্তা 

203052_bangladesh_pratidin_biden-pic

মার্কিন প্রেসিডেন্ট পদে শপথের পরই ট্রাম্পের বেশ কিছু সিদ্ধান্তের অবসান ঘটাতে পারেন জো বাইডেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শপথ নিতে চলেছেন জো বাইডেন। আর প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস।

ক্ষমতা হস্তান্তরের আগে ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই হামলা হয় বলে অভিযোগ ওঠে। এরই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে জঙ্গি হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। সব দিক খতিয়ে দেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

পঞ্চাশটি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে। ক্যাপিটল হিল ও হোয়াইট হাউস চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল।

আমেরিকার প্রেসিডেন্ট পদের কার্যভার গ্রহণ করার পরই বাইডেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে। এরমধ্যে অভিবাসী, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব স্বাস্থ্য সংগঠন নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সিদ্ধান্তের অবসান ঘটানো হতে পারে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone