নায়ক যখন প্রযোজক
বিনোদন ডেস্ক : একদিকে আকাশচুম্বী পারিশ্রমিকের পর নির্মাতারা যখন বিমুখ হতে শুরু করেছিলেন শাকিবের বিকল্প হিসেবে আরেফিন শুভ, বাপ্পীদের ভাবা শুরু করেছিলেন, তখন পারিশ্রমিক কমিয়ে আবারও অবস্থান ধরে রাখার চেষ্টা শুরু করেন তিনি। এম এ জলিল অনন্তর বড় বাজেটের চলচ্চিত্রের পাশে শাকিবের ছবি পানসে মনে হচ্ছিল দর্শকদের। শাকিব তার দুর্দান্ত অভিনয় আর নাচ দিয়েও পুষিয়ে উঠতে পারছিলেন না, যা ছিল তার সবচেয়ে ইতিবাচক দিক।
এ সময় শাকিব টিভি পর্দার অনেকের সাথেই জুটিবদ্ধ হয়ে কাজ শুরু করেন। শিল্পী সমিতির সভাপতি হিসেবে শাকিব খান দায়িত্ব নেওয়ার পর সিনিয়রদের সাথে অবিরাম দুর্ব্যবহার করেছেন ও নৈতিকতার ধার ধারেননি। এ সমস্ত বিষয়ে বারবার শাকিবের মন্তব্য চাওয়া হলেও তিনি নির্বিকার ছিলেন। সর্বশেষ সাংগঠনিক দায়িত্ব থাকা সত্ত্বেও পরিচালক মহম্মদ হান্নানের জানাজাতে উপস্থিত থাকেননি। মানবিক দিক থেকেও সকলেই অন্তত গুরুভাজন পরিচালকের জানাজায় শাকিবের উপস্থিতি প্রত্যাশা করেছিলেন। কিন্তু সেদিনও শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব। আজ শাকিব খান আনুষ্ঠানিকভাবে সিনেমা প্রযোজক হিসেবে ঘোষণা দিচ্ছেন। অনেকেই তাই মন্তব্য করছেন পেশাদারিত্বের বালাই যার ভেতরে কখনও ছিল না, শিডিউল ফাঁসানো, প্রযোজকের সাথে বিবাদে জড়ানোর পাশাপাশি নানান তর্কেই যার নাম ছিল। এবার সেই শাকিব খান নিশ্চয়ই নিজের প্রযোজনায় এসে স্বাভাবিক দায়িত্ববোধে অন্য সকল শিল্পীর পেশাদারিত্বের খোঁজ নেবেন। কারণ এবার যে তিনি ড্রাইভিং সিটে।
অন্যেরা খামখেয়ালি করলে এবারে লোকসানটা তারই গুণতে হবে! তার দ্বিচারী চরিত্র হলেও নিজের প্রযোজনার ছবিতে নিশ্চয়ই শুটিং শিডিউল থেকে শুরু করে সবকিছুই করবেন নিয়মতান্ত্রিক। চিত্রনায়ক মান্নাকে অনুসরণ করে চললেও শিল্পী মহলে শাকিব খানের গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায়। কারণ প্রায় ৬০ ভাগ নির্মাতাকে ভুগিয়ে এখন নিজের প্রযোজনার ছবিতে শাকিব নতুন কিছু দেখাবেন সেই চমক দেখার প্রত্যাশাতেই আছেন তার দর্শকেরা। আজ তাই প্রযোজক হিসেবে সেই যাত্রা শুরুর ঘোষণায় নিজের অন্যায় শুধরে নতুন অধ্যায়ের সূচনা করবেন সেটিই সকলের প্রত্যাশা।