বৃদ্ধার ওপর পাশবিক নির্যাতন চালানো সেই গৃহপরিচারিকা গ্রেফতার
মালিবাগে পাশবিক নির্যাতন চালিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনায় গৃহপরিচারিকা রেখাকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় মামার বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
রাজধানীর মালিবাগে গৃহকর্ত্রীর বৃদ্ধা মা’কে অমানবিক নির্যাতন চালিয়ে অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়েছিল গৃহপরিচারিকা রেখা।
এ ঘটনায় বৃদ্ধার মেয়ে বাদি হয়ে মঙ্গলবার রাতেই মামলা করেছিলেন। আহত বৃদ্ধা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন ডাক্তাররা।
Posted in: জাতীয়