পুরোনো মুঠোফোন বিক্রির আগে সতর্ক
প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন পুরোনো হয়ে গেছে বলে সব তথ্য মুছে তা বিক্রি করে দিয়েছেন? সম্প্রতি তথ্যপ্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, সেই পুরোনো স্মার্টফোন থেকেও তথ্য উদ্ধার করা সম্ভব।
যুক্তরাজ্যের তথ্য-প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সপয়েন্টের বিশ্লেষকেরা দাবি করেছেন, পুরোনো মুঠোফোন থেকে মুছে ফেলা গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছেন তাঁরা। এ ধরনের প্রযুক্তি সাইবার দুর্বৃত্তরা ব্যবহার করে আপনার মুঠোফোনে সংরক্ষিত ইমেইল পাসওয়ার্ড, চিকিত্সা তথ্য, ব্যক্তিগত বার্তা, ব্রাউজিংয়ের নানা তথ্য সংগ্রহ করতে পারে। তাই পুরোনো মুঠোফোন বিক্রির আগে সতর্ক হওয়া প্রয়োজন।
সেন্সপয়েন্টের বিশ্লেষকেরা দাবি করেছেন, তাঁরা বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে মুছে ফেলা তিনটি স্মার্টফোনের প্রায় পাঁচ হাজার তথ্য উদ্ধার করেন যার মধ্যে স্মার্টফোন ব্যবহারকারী তাঁর বান্ধবীকে কী বার্তা পাঠিয়েছিলেন সেসব তথ্য ও কোন ওয়েবসাইট ব্রাউজ করেছিলেন সে তথ্য রয়েছে।
সেন্সপয়েন্টের বিশ্লেষকেরা দাবি করেছেন, প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে তাই বর্তমানে ব্যবহূত প্রযুক্তিপণ্যে সংরক্ষিত তথ্য মুছে ফেলার প্রচলিত পদ্ধতিগুলো আর তেমন কাজে লাগছে না। তাই সেন্সপয়েন্ট তথ্য মুছেফেলার জন্য নতুন সফটওয়্যার তৈরিতে কাজ করছে।
সেন্সপয়েন্টের বিশ্লেষকেরা জানিয়েছেন, এনক্রিপশন করা ডাটা ফ্যাক্টরি রিসেট দিলে উদ্ধার করা কষ্টকর। আইফোনের ক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট দিলে তথ্য উদ্ধার করা কঠিন হলেও অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে খুব বেশি কঠিন নয়। তাই ফোন বিক্রির পরিকল্পনা থাকলে একাধিকবার ফ্যাক্টরি রিসেট করুন এবং তারপর তা বিক্রি করুন।