কুয়াশার কারণে শাহজালালের দুই ফ্লাইট চট্টগ্রামে অবতরণ
ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে দুইটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ করেছে।
শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম চলে আসে। এরপর সোয়া ৯টার দিকে ওমান থেকে আসা ইউএস বাংলার অপর ফ্লাইটটিও চট্টগ্রাম যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে শাহজালালে নামতে না পেরে দুইটি আন্তর্জাতিক ফ্লাইট শাহ আমানতে অবতরণ করেছে। কুয়াশা কেটে গেলে ফ্লাইট দুইটি আবার ঢাকায় চলে যাবে।