বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » গুগলের ‘হুঁশিয়ারি’ উপেক্ষা করে নতুন আইনে অনড় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

গুগলের ‘হুঁশিয়ারি’ উপেক্ষা করে নতুন আইনে অনড় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী 

190619_bangladesh_pratidin_aus

অস্ট্রেলিয়া সরকারের নতুন তথ্যপ্রযুক্তি আইনে আপত্তি জানিয়ে সে দেশে গ্রাহক পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে গুগ‌ল। কিন্তু তা আমলে নিতে নারাজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

শুক্রবার তিনি বলেন, গুগলের হুমকিতে আমাদের কিছু যায় আসে না।

ইন্টারনেটে প্রকাশিত সংবাদভিত্তিক পোস্ট থেকে মুনাফার অংশ পাওয়ার জন্য অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরকার নতুন আইন প্রণয়নে উদ্যোগী হয়েছে। গুগ‌লের পাশাপাশি ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকেও প্রস্তাবিত নতুন আইনের আওতায় আনা হচ্ছে। আর তাতেই আপত্তি তুলেছে গুগ‌ল।

সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়, সংবাদভিত্তিক পোস্ট থেকে আয়ের অংশ পাওয়ার উদ্দেশে নতুন আইন বলবৎ করা হলে অস্ট্রেলিয়ায় গ্রাহক পরিষেবা ‘নিয়ন্ত্রিত’ করা হতে পারে।

অস্ট্রেলিয়ার সিনেটের সংশ্লিষ্ট কমিটিতে গুগ‌লের প্রতিনিধি মেল সিলভা বলেন, যে খসড়া তৈরি করা হয়েছে, সেটিই আইন হিসেবে চালু করা হলে অস্ট্রেলিয়ায় আমাদের সার্চ ইঞ্জিন পরিষেবা বন্ধ করা হতে পারে।

অস্ট্রেলিয়া সরকারের যুক্তি, গুগ‌ল বা ফেসবুকের মতো সংস্থা তাদের দেশের প্রকাশকদের নানা ‘কনটেন্ট’ প্রকাশ এবং প্রচার করে মুনাফা করে। দেশীয় প্রকাশকেরাও যাতে সেই মুনাফার অংশ পান, নতুন আইন তা নিশ্চিত করবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ায় ব্যবসা করতে গেলে এ দেশের পার্লামেন্ট নির্ধারিত আইন মেনেই করতে হবে। যারা তা মানবেন, তাদের আমরা স্বাগত জানাব। কিন্তু কোনও রকম হুমকিতে আমরা মাথা নোয়াব না।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone