বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » করোনায় পর্যটনে ক্ষতি ১৮ হাজার কোটি টাকা

করোনায় পর্যটনে ক্ষতি ১৮ হাজার কোটি টাকা 

133009_bangladesh_pratidin_shahriar-alam-bdp

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে বাংলাদেশের পর্যটন খাতে ১৮ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গত বৃহস্পতিবার ‘নতুন স্বাভাবিক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পর্যটন’ শীর্ষক এশিয়ান কোপারেশন ডায়ালগের ১৭তম মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে বাংলাদেশের উদীয়মান পর্যটন খাতে লোকসান হয়েছে ১৮ হাজার কোটি টাকা। এমন পরিস্থিতিতে সরকার খাতটিকে চাঙা করতে ২০১০-২০১১ অর্থবছরের বাজেটে ৩ হাজার ৩ হাজার ৬৮৮ কোটি টাকা বরাদ্দ করেছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তায় ‘এশিয়া সহযোগিতা সংলাপের অন্তর্ভুক্ত দেশগুলোতে একটি টেকসই ও স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বাণিজ্যকে আরও সুসংহত করতে এ বৈঠকের আয়োজন করে তুরস্ক। এতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলু চাভুসৌলু সভাপতিত্ব করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone