ভ্যাকসিন প্রয়োগ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম টিকা দেওয়া হবে একজন নার্সকে
আগামী ২৭ জানুয়ারি ভ্যাকসিন প্রয়োগ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেওয়া হবে একজন নার্সকে।
শনিবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ জানুয়ারি ভার্চুয়ালি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ উদ্বোধন করবেন। একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
Posted in: জাতীয়