করোনায় প্রাণ গেল বিখ্যাত সাংবাদিক ল্যারি কিংয়ের
করোনায় প্রাণ গেল কিংবদন্তি টকশো সঞ্চালক ও মার্কিন গণমাধ্যম সিএনএন’র সাবেক সাংবাদিক ল্যারি কিংয়ের।
স্থানীয় সময় আজ শনিবার সকালে লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো এবং তার সাবেক কর্মস্থল সিএনএন জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি সেডারস-সিনাই মেডিকেল সেন্টারে অবস্থান করছেন। ল্যারি কিংয়ের ক্যারিয়ার ৬০ বছরের ওপরে। এ সময়ে তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন। এর মধ্যে দু’বার পি-বডি এওয়ার্ড এবং একবার এমি পুরষ্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি হার্ট অ্যাটাকসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
উল্লেখ্য, ১৯৭০এর দশকে দ্য ল্যারি কিং শো’র নামে রেডিও প্রোগ্রামের মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছেন। এরপর তিনি ১৯৮৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সিএনএনে ল্যারি কিং লাইভ অনুষ্ঠান করেন।