সৌদির শুভেচ্ছা দূত হচ্ছেন না রোনালদো
সৌদি আরবের শুভেচ্ছা দূত হচ্ছেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশের ভাবমূর্তি উদ্ধার এবং পর্যটক আকর্ষণ করতে ফুটবলের দুই সুপারস্টার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রস্তাব দিয়েছিল সৌদি। কিন্তু মেসি কিছু না জানালেও পর্তুগিজ সুপারস্টার রোনালদো ইতোমধ্যেই সেই প্রস্তাব গ্রহণ করছেন না বলে জানিয়ে দিয়েছেন।
সৌদি আরবের মানবধিকারের অবনতির জন্যই রোনালদো নাকি এই প্রস্তাবে রাজি হননি।
‘ভিজিট সৌদি’ নামক একটি প্রচার অভিযান শুরু করেছে আরব। সেই প্রচারের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে দেশের পর্যটনকে তুলে ধরতে চাইছে তারা। প্রস্তাবে রাজি হলে রোনালদোর জন্য প্রতি বছর প্রায় ৬২ কোটি টাকা বরাদ্দ করেছিল সৌদি আরব। পর্যটনের বিভিন্ন বিজ্ঞাপনে রোনালদোর ছবি ব্যবহার করার কথা ছিল। এই সপ্তাহের শুরুতেই পৃথিবীর সর্বোচ্চ গোলদাতার মুকুট উঠে এসেছে রোনালদোর মাথায়। সারা পৃথিবী জুড়ে তার জনপ্রিয়তা। সেটাকেই কাজে লাগাতে চেয়েছিল সৌদি আরব।