রবিনহোর গোলে জয়ের ধারায় বসুন্ধরা কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস রবিনহোর একমাত্র গোলে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে। ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
আজ শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের ৬৩তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহোর গোলে জয় নিশ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। রবিনহো আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন।
এর আগে প্রথম রাউন্ডে উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। আর পরের ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি’কে। লিগে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।
শুরুর আগে রঙিন বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেনসহ অন্যান্যরা।
পরে বাফুফে সভাপতি সাংবাদিকদের বলেন, আমরা কুমিল্লার ভেন্যু দেখতে এসেছি। মাঠের অবস্থা ভালো। গ্যালারিও ভালো। ভবিষ্যতে এই ভেন্যুতে আন্তর্জাতিক খেলার আয়োজন করা হবে।