রিয়াদের ওপর হামলা ব্যর্থ করার দাবি করেছে সৌদি
সৌদি আরব বলেছে, রাজধানী রিয়াদের ওপর শত্রুপক্ষের একটি হামলা তারা ব্যর্থ করে দিয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, শত্রুরা ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন দিয়ে এই হামলা চালানোর চেষ্টা করেছে তবে আকাশেই তা ধ্বংস করা হয়।
ইয়েমেনে আগ্রাসনকারী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট বলেছে, রিয়াদের দিকে ছুটে যাওয়া একটি বস্তু তারা ধ্বংস তবে এটি ক্ষেপণাস্ত্র ছিল নাকি ড্রোন দিয়ে এই হামলা চালানো হচ্ছিল তা পরিষ্কার করতে পারে নি তারা। এই হামলার কারণে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইটের উঠানামাতে দেরি হয়েছে। হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হুথিদের দিকে আঙুল তুলেছে।
এদিকে, ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন এ ধরনের হামলার সঙ্গে জড়িত নয় বলে জানিয়ে দিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, তারা গত ২৪ ঘন্টায় আগ্রাসী কোন দেশের বিরুদ্ধে হামলা চালায় নি। তিনি বলেন, শত্রুদের বিরুদ্ধে হামলা চালানোর স্বাভাবিক এবং বৈধ অধিকার তাদের রয়েছে এবং যেকোনো ধরনের অভিযানের কথা তারা প্রকাশ্যে ঘোষণা করে।