ডুবে ডুবে জল খাচ্ছেন যুবরাজ-নেহা
অনলাইন ডেস্ক : বলিউডের অভিনেত্রী নেহা আর ভারতের সুদর্শন ক্রিকেটার যুবরাজকে নিয়ে গুঞ্জনটা বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানকে আরেকবার আলোচনার টেবিলে নিয়ে এসেছে। ডুবে ডুবে জল খাচ্ছেন তাঁরা।
সম্প্রতি গায়িকা সফি চৌধুরির জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা গেল যুবরাজ, নেহাকে। এক গাড়িতে, একসঙ্গে পার্টিতে এসেছিলেন তাঁরা। কালো ককটেল পোশাকে নেহা ও নীল ডেনিম, ক্যাজুয়াল টি-শার্টে যুবরাজের বডি ল্যাঙ্গোয়েজই বলে দিচ্ছিল অনেক কিছু। এই ঘটনার পর থেকেই এখন জোর জল্পনা দুজনের সম্পর্ক নিয়ে।
তবে নেহাই প্রথম নয়। এর আগেও বলিউডি নায়িকাদের প্রেমে পড়েছেন যুবি। কিম শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বহু চর্চিত। দীপিকা পাডুকোনের সঙ্গেও নাম জুড়েছে যুবরাজের।