ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট
ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় দুর্ঘটনা রোধে টোলপ্লাজা বন্ধ রাখায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত একাধিকবার টোলপ্লাজা বন্ধ রাখা হয়। এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
ট্রাকচালকরা জানান, ঘন কুয়াশা ও সেতুতে টোল আদায় বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কেই কাটাতে হচ্ছে। কাঁচামাল নিয়ে সঠিক সময়ে ঢাকায় পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা চরম লোকসানে পড়বেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় দুর্ঘটনারোধে রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় চারবার টোলপ্লাজা বন্ধ রাখা হয়। এতে যানজট সৃষ্টি হয়েছে।