যেভাবেই হোক করোনার ভ্যাকসিন নিয়ে গুজব ঠেকাতে হবে : মোদি
যেভাবেই হোক করোনার ভ্যাকসিন নিয়ে গুজব ঠেকানোর কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এমন বার্তা দিয়ে এই কাজে দেশের শিল্পী এবং যুব সম্প্রদায়ের সাহায্য চেয়েছেন তিনি।
আগামীকাল মঙ্গলবার কুচকাওয়াজে অংশ নিতে চলা এনসিসি ক্যাডেট এবং শিল্পীদের সঙ্গে এক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আলোচনা সভায় ভ্যাকসিন নিয়ে গুজব ঠেকানোর আবেদন জানান তিনি।
মোদি বলেন, বিজ্ঞানীরা নিজের দায়িত্ব সেরে ফেলেছেন। কোভিড ভ্যাকসিন এনে মহামারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। এবার দায়িত্ব আমাদের। সমস্ত শক্তি কাজে লাগিয়ে ভ্যাকসিন নিয়ে গুজব রুখতে হবে। সেই কাজ করতে পারেন আপনারা।
তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার করোনা ভ্যাকসিন সংক্রান্ত গুজব নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছিলেন, অনেকেই ব্যক্তিগত স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছেন। কিন্তু যেভাবেই হোক এই গুজব রুখতে হবে। তাদের পাতা ফাঁদে পা দেওয়া চলবে না।