ভ্যাকসিন আপনাদের জীবন রক্ষা করবে: কমলা হ্যারিস
মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাস প্রতিরোধে তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থায় (এনআইএইচ) ভাইরাসটির ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি। এ সময় কমলা মার্কিন নাগরিকদের করোনার প্রতিষেধক গ্রহণে তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
তার ভ্যাকসিন গ্রহণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এসময় তিনি বলেন, সবাইকে আমি ভ্যাকসিন নেয়ার অনুরোধ করছি। এটি আপনাদের জীবন রক্ষা করবে।
জানা যায়, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি গত ২৯ ডিসেম্বর গ্রহণ করেছিলেন কমলা।
নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও মার্কিন নাগরিকদের ভ্যাকসিন প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি তার প্রথম ১০০ কার্দিবিসের মধ্যেই ১০ কোটি নাগরিককে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।