বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ক্যাপিটলে হামলার আগে ন্যাশনাল গার্ড কমান্ডারের ক্ষমতা সীমাবদ্ধ করেছিলেন ট্রাম্প

ক্যাপিটলে হামলার আগে ন্যাশনাল গার্ড কমান্ডারের ক্ষমতা সীমাবদ্ধ করেছিলেন ট্রাম্প 

135653_bangladesh_pratidin_Capitol

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের কয়েকদিন আগে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা ক্যাপিটল ভবনে যে হামলা চালায় তার আগে ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড কমান্ডারের কর্তৃত্ব অনেকটা খর্ব করা হয়।

দৈনিক ওয়াশিংটন পোস্টকে একথা বলেছেন ওয়াশিংটন ডিসি ন্যাশনাল গার্ডের কমান্ডিং জেনারেল উইলিয়াম ওয়াকার। তিনি বলেন, মার্কিন সেনা সদরদফতর পেন্টাগন তার ওপরে এই সীমাবদ্ধতা আরোপ করে।

মেজর জেনারেল উয়িলিয়াম ওয়াকার বলেন, “সব সেনা কমান্ডারের সাধারণত জনজীবন ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কর্তৃত্ব থাকে। কিন্তু এবারের এই ঘটনায় আমার কোনও কর্তৃত্ব ছিল না।”

গত গ্রীষ্মে আমেরিকায় যে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের আন্দোলন হয়েছে তা শক্ত হাতে দমন করেছে মার্কিন সেনারা; এমনকি জরুরি মুহূর্তে তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে। কিন্তু জুনের পর থেকে এই কর্তৃত্ব প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ে নিয়ে নেওয়া হয়।

জেনারেল ওয়াকার বলেন, “যেকোনও সময় আমরা শহরে সেনা ও ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করতে পারতাম কিন্তু এবার তা সম্ভব হয়নি।”

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone