যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন
যুক্তরাষ্ট্রে জো বাইডেন প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে উচ্চকক্ষের ভোটাভুটিতে দেশটির ৭১তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হয়েছে। খবর সিএনএনের।
এক টুইট বার্তায় ব্লিনকেন তার প্রতিক্রিয়ায় বলেন, ১৯৯৩ সালে স্টেট ডিপার্টমেন্টে আমি কাজ শুরু করেছি। আজ এটা আমার জীবনের জন্য সম্মানের বিষয় যে, ৭১তম সেক্রেটারি অফব স্টেট হিসেবে আমি এই বিভাগের নারী-পুরুষদের নেতৃত্ব দেবো।
এর আগে ওবামা প্রশাসনে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলেছেন ৫৮ বছর বয়সী ব্লিনকেন। বারাক ওবামা প্রশাসনের সময়েও দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।
এদিকে, তাকে স্বাগত জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ৭১তম সেক্রেটারি অব স্টেট হিসেবে অ্যান্টনি ব্লিনকেনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে স্বাগতম।