রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর আলোতে মাঠের খেলায় উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে রিয়াল মাদ্রিদ। আজ বুধবার কোপা দেল রের দ্বিতীয় লেগের সেমিফাইনালে জোড়া গোল তুলে নিয়েছেন পর্তুগিজ ইন্টারন্যাশনাল। যার ওপর ভর করে ২-০ ব্যবধানের জয়ের মাধ্যমে টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলাত্তির শিষ্যরা।
অবশ্য কোপার ফাইনালে ওঠা রিয়ালের জন্য প্রত্যাশিত’ই ছিল। কারণ টুর্নামেন্টের প্রথম লেগের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল লস গ্যালাকটিকোসরা। কিন্তু ফিরতি লেগটি অ্যাটলেটিকোর মাঠে হওয়ায় কিছুটা প্রতিরোধ কিংবা ‘ভিন্ন কিছু’র প্রত্যাশা করেছিল ফুটবলপ্রেমীরা। অন্তত বার্সা কিংবা অ্যাটলেটিকো ভক্তরা।
কিন্তু অ্যাটলেটিকোর ডেরা ভিসেন্ত ক্যালেদন স্টেডিয়ামে গিয়েও প্রতিপক্ষকে ন্যূনতম ছাড় দেয়নি রোনালদো-বেলরা। বরং খেলা শুরুর প্রথম মিনিট থেকেই অ্যাটলেটিকোর ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। যাতে আরেকটি আয়েশি জয় নিয়ে দুই লেগ মিলে ৫-০ ব্যবধানে পরের রাউন্ডে উতরে যায় রিয়াল।
অ্যাটলেটিকোর হোম ভেন্যু ভিসেন্ত ক্যালেদন স্টেডিয়ামে খেলার ৭ মিনিটে প্রথম গোল পায় রিয়াল। যখন আগুয়ান রোনালদোকে বাধা দিতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনে ডিয়াগো কস্তা-ডেভিড ভিয়ারা। যাতে পেনাল্টি পায় রিয়াল। ওই স্পট কিক থেকে নিজের দলকে এগিয়ে নেন রোনালদো। এর ৯ মিনিট বাদে আবারো একই চিত্রনাট্য। শুধুমাত্র কুশিলবের বদল। এবার বল নিয়ে আগুয়ান গ্যারেথ বেলকে অন্যার্যভাবে বাধা দেন অ্যাটলেটিকো ডিফেন্ডার লুইস ফিলিপ্পো। আবারো রেফারির বাঁশি। এবারো পেনাল্টি থেকে রোনালদোর গোল।
এবারের কোপা ডেল রের ফাইনালে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ বার্সেলোনা। যারা বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টটির দ্বিতীয় পর্বের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের মোকাবেলা করবে। তবে লিওনেল মেসিরাও প্রথম পর্বের সেমিতে জয় তুলে নিয়ে নিজেদের ফাইনালে ওঠার রাস্তা অনেকটা পরিস্কার করে রেখেছে।