১৭ হাজার ফুট ওপরে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন
ইন্দো-তিব্বতী বর্ডার পুলিশ (আইটিবিপি) বাহিনী লাদাখের পাংগং সো হ্রদের তীরে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন। মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে সেখানে আইটিবিপি’র সদস্যরা অংশ নেন।
অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ইন্দো-তিব্বতী বর্ডার পুলিশ প্রজাতন্ত্র দিবস উদযাপনকারী জওয়ানদের কিছু ছবি ভিডিও প্রকাশ করেছে।
এছাড়া আইটিবিপি-র একাধিক শাখা যেমন এদিন দিল্লির রাজপথে কুচকাওয়াজ করেছে, তেমনই লাদাখে মোতায়েন সেনারাও দেশের শ্রদ্ধার্ঘ্যে পতাকা উত্তোলন করলেন। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সম্মান ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। রাজমার্গে প্রথা মেনেই চলে প্যারেড।
Posted in: আর্ন্তজাতিক