হুমকি মোকাবেলায় ইরানের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে’
ইরানের সেনাবাহিনীর উপ-প্রধান মোহাম্মাদ হোসেইন দাদরাস বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হুমকি প্রসঙ্গে তিনি বলেন, শত্রুরা আমাদের অবস্থান ও প্রস্তুতি সম্পর্কে ভালোভাবে অবহিত।
উপ-প্রধান আরও বলেন, কোনো দেশের সামরিক শক্তি ও প্রস্তুতিতে যখন ঘাটতি থাকে তখনি কেবল তাতে হামলার আশঙ্কা থাকে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এমন পর্যায়ে রয়েছে যে শত্রুরা যে কোনো হঠকারী পদক্ষেপ নিলেই তড়িৎ গতিতে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
আমির দাদরাস সাম্প্রতিক সামরিক মহড়ার প্রতি ইঙ্গিত করে বলেন, এই মহড়ায় সশস্ত্র বাহিনী নিজেদের শক্তি ও সামর্থ্য তুলে ধরেছেন। ইরানের সীমান্তগুলোর নিরাপত্তা ব্যবস্থা এখন খুবই সন্তোষজনক।
দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইরানের বিরুদ্ধে নিজেদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।