স্বাধীনতা মানেই যুদ্ধ’ তাইওয়ানের প্রতি চীনের হুঁশিয়ারি
‘স্বাধীনতা মানেই যুদ্ধ’। সামরিক মহড়া চালানো তাইওয়ানের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করল চীন। বেশ ক’দিন ধরেই, সমুদ্রসীমায় যৌথ বাহিনীর মহড়া চালাচ্ছে চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটি। এতে প্রথমবারের মতো ক্ষোভ জানালো শি জিনপিং সরকার।
চীন সরকার বিবৃতিতে জানায়, আঞ্চলিক ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ এবং উসকানি মানা অসম্ভব। আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত চীনের সেনাবাহিনী।
তাইওয়ানের অভিযোগ, গেল সপ্তাহ থেকেই দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘আকাশ প্রতিরক্ষা জোনে’ চীনের যুদ্ধবিমান লক্ষ্য করা যাচ্ছে। বেশ কয়েকটি হামলাও প্রতিহত করা হয়েছে। এ ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, পাঠিয়েছে রণতরীর বহর।