বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » টি-টেন লিগ: নাসিরের দুর্দান্ত বোলিংয়ে জয় পেল পুনে ডেভিলস

টি-টেন লিগ: নাসিরের দুর্দান্ত বোলিংয়ে জয় পেল পুনে ডেভিলস 

124728_bangladesh_pratidin_Nasir8

আবুধাবির টি-টেন লিগে নাসির হোসেনের দারুণ বোলিংয়ে পুনে ডেভিলস ৭ উইকেটে হারিয়েছে ডেকান গ্লাডিয়েটরসকে। তবে দিনের শেষ ম্যাচে জিততে পারেনি আফিফ হোসেনের দল বাংলা টাইগার্স।

উদ্বোধনী দিনে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই বল হাতে তুলে নিয়েই ওভারের দ্বিতীয় বলেই বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান উইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান সুনিল নারিনকে। ওভারের শেষ বলে নাসিরের শিকার হন হার্ড হিটার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

ডেকান ইনিংসের সপ্তম ওভারে আবারও বল হাতে ফিরিয়ে দেন প্রশান্ত গুপ্তকে। ২ ওভারে ১৮ রান দিয়ে নাসির শিকার করেন ৩ উইকেট।

নাসিরের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৬ রানেই ৪ উইকেট হারায় ডেকান। আজম খানের অপরাজিত ৩৭ রানের কল্যাণে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৪ রান তোলে ডেকান।

জবাবে কেনার লুইসের ২৮ বলে অপরাজিত ৫৭ রানের সুবাদে ৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পায় নাসিররা।

এদিকে দিনের আরেক ম্যাচে বাংলা টাইগার্স হেরেছে দিল্লি বুলসের কাছে, সহ অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব করেছেন ৫ বলে ১০ রান। ওপেনার জনসন চার্লসের ৭৩ ও অধিনায়ক আন্দ্রে ফ্লেচারের ৩২ রানের উপর ভর করে ১২৮ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় তুলে নেয় দিল্লি।

আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ১৫ বলে ৪১ রান। এভিন লুইসের ৩২ ও রবি বোপারা ৩৮ রানে ৯ ওভারের আগেই আসে জয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone