শাকিব খানের এস কে ফিল্মস এর যাত্রা শুরু
বিনোদন ডেস্ক : যাত্রা শুরু করলো নায়ক শাকিব খানের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো এ প্রতিষ্ঠান। এ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি- ‘হিরো দ্য সুপারস্টার’। শাকিব খানের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক বদিউল আলম খোকন, দুই নায়িকা- অপু বিশ্বাস ও ববি।
এতো দিন যাকে সবাই নায়ক হিসেবে চিনতো, সেই শাকিব খান এবার সবার সামনে হাজির হলেন প্রযোজক রূপে। যাত্রা শুরু করলো তার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। ছবির নাম, পরিচালক ও কলাকুশলী নির্ধারণ করা হয়েছে এরই মাঝে।
মিট দ্য হিরো শিরোনামের এ অনুষ্ঠানটি সংবাদ কর্মীদের জন্য আয়োজন করা হলেও শাকিব খানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন এদেশের চলচ্চিত্রের প্রযোজক থেকে পরিচালক, হিরো-এন্টি হিরো, সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পীরা।
দেশের চলচ্চিত্রকে একটা সন্মানজনক স্থানে নিয়ে যাবে এসকে ফিল্মস, এমনটায় মনে করেন পরিচালক সোহানুর রহমান সোহান, এফ আই মানিক, শহিদুল ইসলাম খোকন, চাষী নজরুল ইসলাম, নায়ক উজ্জল, মিশা সওদাগর, অমিত হাসান, আহমেদ শরিফসহ আরো অনেকে।
যে স্বপ্ন নিয়ে এস কে ফিল্মসের জন্ম, সে স্বপ্নের কথা উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরলেন শাকিব খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খানের বাবা-মা। তাদের উপস্থিতিতে কেক কেটে যাত্রা শুরু করলো নায়ক শাকিব খানের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস।