পার্লের হত্যাকারীকে মুক্তি দিয়ে বিপাকে পাকিস্তান! যুক্তরাষ্ট্রের কড়া বার্তা
মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যায় মূল অভিযুক্ত পাকিস্তানের জঙ্গি ওমর সাইদ শেখকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাকিস্তানের এ সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। বাইডেন প্রশাসনের বক্তব্য, এই রায় যারা সন্ত্রাসবাদের শিকার হয়েছেন, তাদের সবার জন্য অবমাননাকর। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২০০২ সালের ঘটনায় ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ড্যানিয়েল পার্লের অপহরণ ও নির্মম হত্যার ঘটনায় শিউরে উঠেছিল গোটা বিশ্ব। ঘটনার সঙ্গে জড়িতদের মুক্তির রায় দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তে আমেরিকা ক্ষুব্ধ।’ তার বক্তব্য একদিকে পার্লের পরিবারকে ন্যায় পাইয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। অন্যদিকে যে কোনো ঘৃণ্য অপরাধে অভিযুক্ত জঙ্গিদের শাস্তি দিতে চায় মার্কিন প্রশাসন। ওমর শেখকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। পরে তার প্রাণভিক্ষার আরজি মেনে সাজা কমিয়ে সাত বছর করা হয়। কিছুদিন আগে তাকে ছেড়ে দেওয়ার রায় দিয়েছিল সিন্ধুর আদালত। সেই রায়ই বহাল রেখেছে পাক সুপ্রিম কোর্টও।