মর্টারশেল বিস্ফোরণে দুই সেনা ও তিন বিজিবি নিহত
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মাইধারচালা এলাকায় মর্টারশেল বিস্ফোরনে দুই জন সেনা সদস্য ও তিনজন বিজিবি সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৪ জন।
আজ বুধবার বেলা সাড়ে এগারটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবির জানান, জয়পুরহাট থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ করতে আসে। আজ বুধবার সাড়ে এগারটার দিকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার দুইজন সদস্য তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এসময় একটি মর্টারশেল চালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর দুই ওয়ারেন্ট অফিসার ও তিনজন বিজিবি সদস্য নিহত হন। আহত হয় ১৪ বিজিবি সদস্য। তাদের ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।