বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 29, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » লেনদেনের পূর্ণ স্বাধীনতা না দিলে ইরান পরমাণু সমঝোতায় ফিরবে না: মার্কিন বিশ্লেষক

লেনদেনের পূর্ণ স্বাধীনতা না দিলে ইরান পরমাণু সমঝোতায় ফিরবে না: মার্কিন বিশ্লেষক 

114912_bangladesh_pratidin_Iran_US_Experts

আমেরিকার কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস’র মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক কেনেথ কাৎজম্যান বলেছেন, ইরানকে অর্থনৈতিক লেনদেনের পূর্ণ স্বাধীনতা না দেওয়া পর্যন্ত পরমাণু সমঝোতার সমস্ত প্রতিশ্রুতি মানতে রাজি হবে না তেহরান। ব্যাংকিং, তেল বিক্রি এবং তেলজাত পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ইরান পূর্বশর্ত হিসেবে উল্লেখ করে আসছে।

ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় ফিরে আসার জটিলতা প্রসঙ্গে আটলান্টিক কাউন্সিলের এক বৈঠকে কেনেথ কাৎজম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে কালো তালিকাভুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে মূল বিষয়। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরানের বেশিরভাগ প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্তি দিতে হবে।

কেনেথ কাৎজম্যান জানান, বিশ্বের বিভিন্ন দেশে ইরানের আটকে পড়া অর্থের পরিমাণ আট থেকে নয় হাজার কোটি ডলারে পৌঁছেছে যার মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই আটকে রয়েছে ৭০০ কোটি ডলার। এ নিয়ে তেহরান ও সিউলের মধ্যে মতদ্বন্দ্বতা দেখা দিয়েছে। মার্কিন এ বিশ্লেষক বলেন, ইরানকে পরমাণু সমঝোতায় ফেরাতে হলে তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone