খালেদার গুম-খুনের তথ্য সব মিথ্যা : হাছান মাহমুদ
এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে খুন-গুমের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করেছেন তাকে ডাহা মিথ্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সংবর্ধনা ও চলমান রাজনীতি শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ঠিকানা বাংলাদেশ।
হাছান মাহমুদ বলেন, বিএনপি বলেছে দল গুছিয়ে আন্দোলন করবে। আমরা তাদেরকে দল গোছানোর জন্য ৫ বছর সময় দিচ্ছি। এ সময়ের আগে কোনো নির্বাচন হবে না।
বিএনপি নেতা রিজভীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রিজভী বলেছেন সরকার উৎখাত ছাড়া রাজপথ ছাড়া হবে না। আমরা বলতে চাই এর আগে সংসদ থেকে উৎখাত হয়েছেন। এখন রাজপথ থেকে। তবে ভবিষ্যতে বিএনপি রাজনীতি থেকে উৎখাত হয়ে যাক তা আমরা চাই না।
তিনি আরো বলেন, এর আগে বিএনপি বিদেশিদের কাছে ধরণা দিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি। এখনো তারা একই কাজ করছে তবে এতেও লাভ হবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হাজী সেলিম।