বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, January 9, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকা বার নির্বাচন

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকা বার নির্বাচন 

165230_bangladesh_pratidin_bar

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৮ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঢাকা বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বার-এর সাবেক সভাপতি ও মহানগর পিপি আব্দুল্লাহ আবু এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ জানুয়ারি এবং ১, ২ ও ৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

পরে আগামী ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ৭ ফেব্রুয়ারি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ৮ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার ও একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকাও ঘোষণা করা হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone