হেফাজতের আমির বাবুনগরী হাসপাতালে ভর্তি
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমানী বলেন, শনিবার বিকালে হেফাজতে ইসলামের আমির শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এসময় জ্বরের সাথে কয়েক বার বমিও করেন। শারীরিক অবস্থা অবনতি হলেও রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই কয়েকটি শারীরিক পরীক্ষা করানো হয়। রিপোর্টের খারাপ কিছু আসেনি। আগামী দু’একদিন পর্যবেক্ষণ করার পর মাদ্রাসায় ফিরে যাবেন তিনি।
প্রসঙ্গত, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর কিডনী ও ডায়াবেটিকসহ নানান রোগে ভুগছেন। ৬৭ বছর বয়সী এ প্রবীণ আলেমকে আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়।