বুর্জ খলিফায় বোমা হামলার হুমকি
এই হুমকির পেছনে ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠী বলে জানিয়েছে অনলাইনে জঙ্গি কর্মকাণ্ডে নজরদারি চালানো সাইট ইন্টেলিজেন্স গ্রুপ (এসআইজি)। সংস্থাটি দাবি করেছে, এই ইরাকি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে ইরানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে উচ্চতম এই ভবনটি ২০১০ সালে উদ্বোধন করা হয়। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে হয় বুর্জ খলিফা।
Posted in: আর্ন্তজাতিক