বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » টিটিপি’র ৫শ আত্মঘাতী নারী জীবন দিতে প্রস্তুত

টিটিপি’র ৫শ আত্মঘাতী নারী জীবন দিতে প্রস্তুত 

52fae43115fc5_25681

ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় বসা টিটিপি’র প্রতিনিধি দলের সদস্য মাওলানা আবদুল আজিজ বলেছেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ৫০০ আত্মঘাতী নারী সদস্য রয়েছে যারা যে কোনো সময় দলের স্বার্থে জীবন দিতে প্রস্তুত। তিনি সরকারকে টিটিপি’র দাবিগুলো উপলব্ধি করার আহ্বান জানান। ইসলামাবাদে ডন পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সরকারের সঙ্গে টিটিপি’র সমঝোতা চুক্তিতে যাওয়ার কোনো তাড়া নেই উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ওয়াজিরিস্তানসহ বিভিন্ন উপজাতি এলাকায় তাদের ৪০০ থেকে ৫০০ আত্মঘাতী নারী সদস্য রয়েছে। সরকার যদি তাদের দমনে সামরিক অভিযান চালায়, তবে টিটিপি’র আত্মঘাতী সদস্যরা মাঠে নামবে। তাদের আত্মঘাতী বোমারুরা এতোই শক্তিশালী যে এতে আফগানিস্তানে মার্কিনীরাও ধ্বংস হয়ে যাবে।

টিটিপি পাকিস্তানে শরিয়া আইন চালু করতে চায় বলে তিনি জানান।

এদিকে, টিটিপি’র এ নেতার বক্তব্যকে অতিরঞ্জিত ও গুজব বলে জানিয়েছেন পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের পরিচালক মুহাম্মদ আমির রানা।

উল্লেখ্য, পাকিস্তানের লাল মসজিদে অভিযানের পর মাওলানা আজিজের দুই বছরের কারাদণ্ড হয়। গত সপ্তাহে তিনি সরকারের সঙ্গে টিটিপি’র আলোচনার প্রতিনিধিদল থেকে নিজেকে সাময়িক প্রত্যাহার করে নেন। তাঁর অভিযোগ, সরকার সংবিধানের আলোকে আলোচনা করতে চায়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone