মিয়ানমারে অভ্যুত্থান: বরিস জনসন ও ইইউ’র নিন্দা
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছেন। অং সান সু চিকে গ্রেফতারের ঘটনার সমালোচনা করে প্রধানমন্ত্রী একে ‘বেসামরিক নাগরিকদের বেআইনি অবরোধ’ বলে উল্লেখ করেছেন।
সোমবার এক টুইট বার্তায় তিনি বলেন, মিয়ানমারে সেনা অভ্যুত্থান এবং অং সান সু চিসহ বেসামরিক নাগরিকদের অবরোধের নিন্দা জানাচ্ছি। তিনি জোর দিয়ে বলেন, ‘জনগণের ভোটকে স্বীকৃতি দিয়ে বেসামরিক নেতাদের মুক্তি দেয়া উচিত।’
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিশেলও মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি গ্রেফতার নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেছেন, ‘নির্বাচনের ফলকে স্বীকৃতি দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্বহাল করা উচিত।’
এর আগে আজ থেকে আগামী এক বছর দেশে জরুরি অবস্থা ঘোষণা করে দেশটির সেনাবাহিনী। তারা দেশটিতে নতুন করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছে।