বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » কাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না 

162700_bangladesh_pratidin_gas-bdp

রাজধানী ঢাকার বেশকিছু এলাকায় আগামীকাল মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের সংস্কার কাজের জন্য এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত  গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস।

সংস্থাটি জানিয়েছে, ওইদিন রাজধানীর জিয়া সরণি, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড, মীরহাজীরবাগ ও এর আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone