বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মিয়ানমারে অভ্যুত্থান: নতুন করে মন্ত্রী হলেন সামরিক বাহিনীর ১১ কর্মকর্তা

মিয়ানমারে অভ্যুত্থান: নতুন করে মন্ত্রী হলেন সামরিক বাহিনীর ১১ কর্মকর্তা 

215615_bangladesh_pratidin_mayanmar-minister-pic

মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক জান্তারা অং সান সু চি-র সরকার ভেঙ্গে দেয়া হয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর তারা পূর্বের সরকারের ২৪ জন মন্ত্রী ও ডেপুটি পদ অপসারণ করেছে। এসব পদে তারা নতুন প্রশাসনে ১১ জনকে স্থান্তরের জন্য নাম উপস্থাপন করেছে।

এনএলডি নেত্রী অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিন্টকে আটকের পর দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দে টেলিভিশনে এই ঘোষণা দেয়া হয়েছে। এবং অর্থ, স্বাস্থ্য, তথ্য, বৈদেশিক বিষয়, প্রতিরক্ষা, সীমানা এবং অভ্যন্তরের জন্য পোর্টফোলিওগুলিতে নতুন নিয়োগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর পদত্যাগ করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিন্ত হেতে। তিনি সোমবার জানিয়েছেন, দেশে ‘উদ্ভূত পরিস্থিত’র জন্য পদ ছাড়ছেন মিন্ত হেতে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। পদ ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুক পেজে মিন্ত হেতে সহকর্মীদের জনগণের সেবা করে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone