ফের আসছে ‘বডিগার্ড টু’ !
বিনোদন ডেস্ক : ২০১১ সালে সলমন খান ও করিনা কাপুর অভিনিত ‘বডিগার্ড’ ছবিটি বক্স অফিসে তুলেছে মহাঝড়৷ সমস্ত রের্কড ভেঙে এই ছবি সে বছরের সেরা ছবির শিরোনামে৷ আর সেই জনপ্রিয়তাকে সঙ্গী করেই প্রযোজক অতুল অগ্নিহোত্রি একেবারে তৈরি ‘বডিগার্ড’ ছবির সিকোয়েল বানানোর জন্য৷ অতুল তৈরি নিজে হাতেই তৈরি করে ফেলেছেন ছবির চিত্রনাট্যও৷ তবে এই সিকোয়েল কে পরিচালনা করবেন তা অবশ্য এখনও ঠিক করে উঠতে পারেননি অতুল৷ তবে তিনি চান নতুন কোনও পরিচালকের হাতেই তৈরি হোক ‘বডিগার্ড টু’৷ অতুল জানিয়েছেন, ‘বহুদিন ধরেই প্ল্যানিং চলছিল বডিগার্ড ছবির সিকোয়েল তৈরি করার৷ তবে ঠিকমতো প্লট পাচ্ছিলাম না৷ দু’একটা প্লট নিয়ে চিত্রানাট্য ভাবা হয়েছে৷ কাজও কিছুটা এগিয়েছে৷ ’ অতুল জানিয়েছেন, সলমন ছাড়া ‘বডিগার্ড’ ছবি সম্ভব নয়৷ তাই সল্লুকে সঙ্গে নিয়েই তৈরি হবে এই ছবি৷ সল্লুর সঙ্গে নতুন এই ছবি নিয়েও কথা হয়ে গিয়েছে অতুলের৷ যেহেতু অতুল এখন তাঁর প্রযোজিত ‘ও তেরি’র প্রোমোশন নিয়ে ব্যস্ত, তাই আপাতত প্রাথমিক আলোচনাতেই আটকে আছে ‘বডিগার্ড’ ছবির নানা গল্প৷