বর্ণবাদ আচরণ বন্ধের আহ্বান প্রিন্স উইলিয়ামের
ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম এবার বর্ণবাদ আচরণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
আর্সেনালের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলশূন্য ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কাস রাশফোর্ডকে বর্ণবাদী মন্তব্য করেন ক্ষুব্ধ সমর্থকরা। এর জেরে সামাজিক মাধ্যমেই বর্ণবাদী আচরণকারীদের সংযত হওয়ার আহ্বান জানান ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট প্রিন্স উইলিয়াম।
টুইটারে তিনি লিখেছেন মাঠ, গ্যালারি কিংবা সামাজিক মাধ্যম কোনো জায়গাতেই বর্ণবাদী আচরণ কাম্য নয়।
এদিকে রাশফোর্ডের সাথে বর্ণবাদী আচরণের তদন্তে নেমেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
Posted in: আর্ন্তজাতিক