মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে কেন উদ্বিগ্ন বিশ্ব ব্যাংক?
বিশ্ব ব্যাংক মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি মূলত মিয়ানমারে কর্মরত বিশ্ব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং মিত্রদের নিরাপত্তা নিয়ে এ উদ্বেগ জানায়। খবর পার্সটুডের।
গতকাল সোমবার এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক বলেছে, মিয়ানমারের টেকসই উন্নয়ন এবং সামাজিক অংশগ্রহণমূলক কর্মকাণ্ড বাড়ানোর জন্য তাদের একদল সহযোগী কাজ করছিলেন। সামরিক অভ্যুত্থানের পরও সেই লক্ষ্য অর্জন করার জন্য বিশ্ব ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্ব ব্যাংক তাদের তালিকা প্রকাশ করে দেখিয়েছে যে, ২০২০ সালে মিয়ানমারে ৯০ কোটি ডলার এবং ২০১৭ সালে ৬০ কোটি ডলার বিনিয়োগ করেছে। বিশ্ব ব্যাংক আরো বলেছে, মিয়ানমারের জনগণকে নিয়েই আমাদের চিন্তা। সামরিক অভ্যুত্থানের পর আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং মিত্রসহ দেশটির লোকজনের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।