ইরানের বন্দর উন্নয়নে ১৪০ টনের দু’টি ক্রেন পাঠাল ভারত
ইরানের চাবাহারের শহীদ বেহেস্তি বন্দরের উন্নয়নের জন্য ১৪০ টনের দুইটি স্থানান্তরযোগ্য ক্রেন পাঠিয়েছে ভারত। ভারত ছয় এমএইচসি সরবরাহের চুক্তির আওতায় দুইটি ক্রেন সরবরাহ করেছে।
ইরানের উদ্দেশে লেখা এক টুইট বার্তায় ভারত জানায়, শহীদ বেহেস্তি বন্দরের প্রথম ধাপের উন্নয়নের জন্য জেপি সিং, জেএস (পিএআই) এমইএ ইন্ডিয়া দুইটি ক্রেন পাঠিয়েছে।
২০১৬ সালের মে মাসে ইরান ও ভারতের মধ্যে ১০ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেখানে চাবাহার বন্দরের সজ্জা, যন্ত্রপাতির খরচ ও কার্যক্রম শুরু করার জন্য ৮৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল।
ওমান উপসাগরে উপকূলে এই বন্দরটি অবস্থিত যা ভারত ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যের বিকল্প পথ তৈরি করে।
ইরানের বন্দরে লোড ও আনলোডে ব্যবহারের জন্য পাঠানো দু’টি হারবার ক্রেন ইতালির একটি কোম্পানি থেকে ক্রয় করা হয়েছে। ওই কোম্পানি থেকে মোট ছয়টি ক্রেন ক্রয় করবে ভারত।