বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিদেশে চিকিৎসা গ্রহণে বছরে ব্যয় দুই বিলিয়ন: স্বাস্থ্য সচিব

বিদেশে চিকিৎসা গ্রহণে বছরে ব্যয় দুই বিলিয়ন: স্বাস্থ্য সচিব 

152544_bangladesh_pratidin_image-39

স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান বলেছেন বিদেশে চিকিৎসাসেবা নিতে গিয়ে প্রতিবছর দেশের দুই বিলিয়ন ডলার চলে যাচ্ছে। এটি বন্ধে সবার আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্য সচিব এই কথা বলেন।

সভায় স্বাস্থ্য সচিব বলেন, দেশের রোগীরা চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে যাচ্ছেন। এতে প্রত্যেক বছর দুই বিলিয়ন ডলার খরচ হচ্ছে। এটা বন্ধ করা চ্যালেঞ্জ। রোগীদের চিকিৎসার বিদেশ যাওয়া বন্ধে আমাদের আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে। এ সময় সকল স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone