বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অতিথির মাথায় ছাতা ধরেছেন ম্যাক্রোঁ, কি বলছেন নেটিজেনরা?

অতিথির মাথায় ছাতা ধরেছেন ম্যাক্রোঁ, কি বলছেন নেটিজেনরা? 

151811_bangladesh_pratidin_france

অতিথি হিসেবে আসা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে সৌজন্য দেখিয়েছেন, এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, অন্য দেশের রাষ্ট্রপ্রধানের মাথায় ছাতা ধরে রয়েছেন ম্যাক্রোঁ। এই সৌজন্যের জন্য নেটিজেনরা ফরাসি প্রেসিডেন্টের প্রশংসা করছেন।

জানা গেছে, বুধবার ফরাসি প্রেসিডেন্টের এলিজে প্রাসাদে এসেছিলেন স্লোভাক প্রধানমন্ত্রী ইগর মাচোভিচ। সেখানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাচোভিচ। সে সময় বৃষ্টি নামায় প্রেসিডেন্টের সহযোগীরা ছাতা নিয়ে আসেন। নারী সহযোগীর থেকে ছাতা নিয়ে ইগরের মাথায় নিজেই ধরেছিলেন ম্যাক্রোঁ। তার মাথাতে অন্য একটি ছাতা ধরেছিলেন অপর এক নারী সহযোগী।

ভিডিওতে দেখা যায়, এক সহযোগী ফরাসি প্রেসিডেন্টের হাতে থাকা ছাতা ধরতে এলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। নিজেই ধরেছিলেন ছাতা। এরপর সাংবাদিক বৈঠক শেষ হলে দুই রাষ্ট্রপ্রধান যখন এলিজে প্রাসাদের সিঁড়িতে উঠছেন, তখনও বৃষ্টি পড়ছে। সে সময়ও স্লোভাক প্রধানমন্ত্রীর মাথায় ছাতা ধরেছিলেন ম্যাক্রোঁই।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone