চীনে উইঘুর শিবিরে ধর্ষণ ও নির্যাতন; যুক্তরাষ্ট্রের নিন্দা
চীনে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের আটককেন্দ্রে রেখে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারাত্মক ফল ভোগ করতে হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উইঘুর নারীদের ওপর চলা অবিচার দেখে তারা বিচলিত হয়ে পড়েছেন।
চীনের আটককেন্দ্রের সাবেক ভুক্তভোগী ও প্রহরীর বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। অবশ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেদনটি পুরোটাই মিথ্যা।
তবে চীনে বন্দিশিবিরে সংঘবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। এ শিবিরে ১০ লাখের বেশি উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ রয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর ও অন্য মুসলিমদের আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন এবং নারীদের ওপর অত্যাচার চালানোর খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই নৃশংসতা বিবেককে নাড়া দেয় এবং এর গুরুতর ফল অবশ্যই তাদের ভোগ করতে হবে।