মিয়ানমারে গানের সুরে সুরে সেনা অভ্যুত্থানের প্রতিবাদ
মিয়ানমারের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে সেনা অভ্যুত্থানের প্রতিবাদ। স্থানীয় সময় বুধবার রাতে গানে গানে, সুরে সুরে দেশটির সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ জানান ইয়াঙ্গুনের স্বাস্থ্যকর্মীরা। এ সময় অং সান সু চি’র দ্রুত মুক্তির দাবিতে স্লোগান দিতেও দেখা যায় তাদেরকে।
অভ্যুত্থানের পর মিয়ানমারে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে দেশটির সেনা সরকার। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যন করা কোনভাবেই কাম্য নয়। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সেনা সদস্যদেরকে বুঝতে হবে, অভ্যুত্থান কখনও দেশ শাসণের রাস্তা হতে পারে না।