সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেটের মাইজগাঁও রেলস্টেশনের কাছে একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মধ্যখানে এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেননি।
দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে।
Posted in: জাতীয়