তাইওয়ান নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের
ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম তাইওয়ান ইস্যুতে মুখ খুললো চীন। তারা তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বৃহস্পতিবার চীনের সামরিক বাহিনী বলেছে, ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলও) ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে এ অভিযোগ করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র বিক্রি, তাইওয়ান প্রণালীতে নিয়মিত মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতিসহ নানা বিষয়ে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দহরম-মহরম নিয়ে চীন একাধিকবার তাদের উদ্বেগ ব্যক্ত করেছে; ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক আরও তিক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ইউএসএস জন এস ম্যাককেইন বৃহস্পতিবার আন্তর্জাতিক আইন মেনে তাইওয়ান প্রণালী ব্যবহার করেছে। একে ‘স্বাভাবিক ঘটনা’ বলে অ্যাখ্যা দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। পরে এক বিবৃতিতে পিএলএ-র ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, তাদের বাহিনী মার্কিন ওই যুদ্ধজাহাজকে অনুসরণ ও নজরদারির মধ্যে রেখেছিল। “যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ হচ্ছে তাইওয়ান প্রণালীজুড়ে তাদের পুরনো ‘মিশ্র কারসাজি’ কৌশলের পুনরাবৃত্তি; এর মাধ্যমে তারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে। এ কারণে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।